বিবিএ নিউজ.নেট | মঙ্গলবার, ৩১ মে ২০২২ | প্রিন্ট | 212 বার পঠিত
পুঁজিবাজারের উন্নয়নে এবার এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড (ইটিএফ) এবং অল্টারনেটিভ ট্রেডিং ফান্ড (এটিবি) শিগগিরই চালু করতে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সেপ্টেম্বর-অক্টোবরের দিকে পণ্য দুটি বাজারে আসতে পারে।
মঙ্গলবার পণ্য এবং বাজার উন্নয়ন উদ্যোগে ইটিএফ এবং এটিবি শীর্ষক সংবাদ সম্মেলনে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূইয়া এ তথ্য জানিয়েছেন।
ডিএসইর মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএসইর চিফ টেকনোলজি অফিসার জিয়াউল হক, চিফ অপারেটিং অফিসার সাইফুর রহমান মজুমদার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তারিক আমিন ভূইয়া বলেন, ‘ডিএসই এ দুটি পণ্য বাজারে নিয়ে আসার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই নতুন পণ্য দুটি খুব শিগগিরই লঞ্চ করা হবে। এ নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে কাজ চলছে। তিন মাসের মতো লাগবে এ দুটি পণ্য লঞ্চ করতে। আশা করা যায়, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই বাজারে আসবে এ দুটি পণ্য।
ডিএসই এমডি বলেন, ‘যেহেতু ইটিএফ প্রোডাক্টটা নতুন তাই বিনিয়োগকারীদের জানাতে হবে। ইটিএফ অনেকটা মিউচ্যুয়াল ফান্ডের মতো। তবে ইটিএফের অনেক বেনিফিট আছে। ডিএসই ৩০-তে যে ৩০টা শেয়ার নিয়ে একটা বাস্কেট হবে আর এটাই ইটিএফ।’
তিনি বলেন, ‘ডিএসই ৩০ গ্রোথ কমেনি কখনো। আর যেহেতু ইটিএফ ডিএসই ৩০-তে থাকবে তাই বলা যায় মার্কেটকে স্ট্যাবিলাইজ করবে ইটিএফ। প্রথম দিকে ছোট ছোট সাইজের প্রোডাক্ট আনব যা পরবর্তীতে বাড়াবো।’
এমডি বলেন, ‘ওটিসি কোম্পানিগুলো ও মিউচ্যুয়াল ফান্ড সবগুলো এটিবিতে চলে আসবে। প্রায় ১৮টা ওটিসি কোম্পানি এটিবিতে আসবে। বোম্বে স্টক এক্সচেঞ্জের সঙ্গে কথা হয়েছে মিউচ্যুয়াল ফান্ডের ব্যাপারে। আশা করা যায় খুব শিগগিরই আমরা তা চালু করতে পারবো।’
Posted ৪:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মে ২০২২
bankbimaarthonity.com | rina sristy