সোমবার ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ জুন ২০২২   |   প্রিন্ট   |   133 বার পঠিত

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৬ জুন) দেশের শেয়ারবাজারে সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। এছাড়া কমেছে বাজার মূলধন। বিদায়ী সপ্তাহে শেয়ারবাজার থেকে সাড়ে তিন হাজার কোটি টাকার মলূধন হারিয়ে গেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৫৬ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৪২৫.৭৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৪৯ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৪.৪৪ পয়েন্ট বা ১.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০৩.২৬ পয়েন্টে এবং দুই হাজার ৩২৭.৯৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৭টির বা ৩০.০৮ শতাংশের, কমেছে ২৫১টির বা ৬৪.৫২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২১টির বা ৫.৪০ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চার হাজার ৩০০ কোটি ০৪ লাখ ৫৯ হাজার ৫৬৪ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল চার হাজার ৩৪১ কোটি ৯১ লাখ ৩৬ হাজার ৮৮০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৪১ কোটি ৬৬ লাখ ৭৭ হাজার ৩২৫ টাকা বা ০.৯৬ শতাংশ কমেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৪৮ কোটি ৯৬ লাখ ১৮ হাজার ০৪৮ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২৯ কোটি ৬১ লাখ ১৩ হাজার ১৪২ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১১৯ কোটি ৩৫ লাখ ০৪ হাজার ৯০৬ টাকা বেড়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২২ হাজার ৮৮১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ৯৮৬ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ১৯ হাজার ৩১১ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৯০১ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন তিন হাজার ৫৭০ কোটি ১৬ লাখ ২২ হাজার ৮৫ টাকা কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৭.৬০ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৯৮.২৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৭৯.৮০ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ, সিএসই-৩০ সূচক ১৬১.৩৪ পয়েন্ট বা ১.১৭ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৫.১১ পয়েন্ট বা ১.০৮ শতাংশ এবং সিএসআই সূচক ৪.৭৪ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৩৩০.৫৬ পয়েন্টে, ১৩ হাজার ৫৭৮.৩৯ পয়েন্টে, এক হাজার ৩৮৪.৭৭ পয়েন্টে এবং এক হাজার ১৯৭.৩৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৫টির বা ৩৬.০২ শতাংশের দর বেড়েছে, ১৯৯টির বা ৫৭.৩৫ শতাংশের কমেছে এবং ২৩টির বা ৬.৬৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

 

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:০২ অপরাহ্ণ | শনিবার, ১৮ জুন ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।