শনিবার ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

উত্তর-দক্ষিণ সিটির নতুন কাউন্সিলররা

বিবিএনিউজ.নেট   |   শুক্রবার, ০১ মার্চ ২০১৯   |   প্রিন্ট   |   667 বার পঠিত

উত্তর-দক্ষিণ সিটির নতুন কাউন্সিলররা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৮টি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১৮টি নতুন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক দুটি স্থান থেকে দুই সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের নাম ঘোষণা করা হয়।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

বেসরকরিভাবে নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে ৩৭ নম্বর ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম, ৩৮ নম্বর ওয়ার্ডে শেখ সেলিম, ৩৯ নম্বর ওয়ার্ডে মো. শফিকুল ইসলাম, ৪২ নম্বর ওয়ার্ডে ফারুক আহম্মেদ, ৪৬ নম্বর ওয়ার্ডে মো. সাইদুর রহমান সরকার, ৪৭ নম্বর ওয়ার্ডে মোতালেব মিয়া, ৪৮ নম্বর ওয়ার্ডে মাসুদুর রহমান দেওয়ান, ৪৯ নম্বর ওয়ার্ডে মো. আনিছুর রহমান নাঈম, ৫১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শরীফুর রহমান, ৫২ নম্বর ওয়ার্ডে মো. ফরিদ আহমেদ, ৫৩ নম্বর ওয়ার্ডে মো. নাসির উদ্দিন ও ৫৪ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন বিজয়ী হয়েছেন।

এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে মোসা. মাহফুজা ইসলাম, ১৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে কামরুন নাহার, ১৬ নম্বর ওয়ার্ডে ইলোরা পারভীন, ১৭ নম্বর ওয়ার্ডে জাকিয়া সুলতানা, ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে কমলা রানী মুক্ত বিজয়ী হয়েছেন।

এদিকে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নতুন ১৮ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও ৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলরের নাম ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও দক্ষিণ সিটি নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল।

সাধারণ ১৮টি ওয়ার্ডে বেসরকারি ফলাফলে ৫৮ নম্বর ওয়ার্ডে শফিকুর রহমান সাইজু, ৫৯ নম্বর ওয়ার্ডে আকাশ কুমার ভৌমিক, ৬০ নম্বর ওয়ার্ডে আনোয়ার মজুমদার, ৬১ নম্বর ওয়ার্ডে জুম্মন মিয়া, ৬২ নম্বর ওয়ার্ডে মোশতাক আহমদ, ৬৩ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম, ৬৪ নম্বর ওয়ার্ডে মাসুদুর রহমান মোল্লা, ৬৫ নম্বর ওয়ার্ডে শামসুদ্দিন ভুইয়া, ৬৬ নম্বর ওয়ার্ডে নূর উদ্দিন মিয়া, ৬৭ নম্বর ওয়ার্ডে মো. ইব্রাহিম, ৬৮ নম্বর ওয়ার্ডে মাহমুদ হাসান পলিন, ৬৯ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান, ৭০ নম্বর ওয়ার্ডে আতিকুর, ৭১ নম্বর ওয়ার্ডে খায়রুজ্জামান, ৭২ নম্বর ওয়ার্ডে শফিকুল আলম শাহীন, ৭৪ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ, ৭৩ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম, ৭৫ নম্বর ওয়ার্ডে তোফাজ্জল জয়ী হয়েছেন।

এছাড়াও ২৫ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডে সুলতানা আহমেদ, সংরক্ষিত ২৪ নম্বর ওয়ার্ডে ফুলবানু পলি, সংরক্ষিত ২৩ নম্বর ওয়ার্ডে মনিরা চৌধুরী, সংরক্ষিত ২২ ওয়ার্ডে হোসনে আরা শাহীন, সংরক্ষিত ২১ নম্বর ওয়ার্ডে রোকসানা আক্তার, সংরক্ষিত ২০ নম্বর ওয়ার্ডে নাসরিন আহমেদ জয়ী হয়েছেন।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদের চেয়ে সাত লাখ ৮৬ হাজার ৮৭৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি।

বৃহস্পতিবার সকাল ৮টায় মেয়র পদে এই উপ-নির্বাচনসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সম্প্রসারিত অংশের ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদে নির্বাচনসহ কয়েকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচন/উপ-নির্বাচনের ভোট শুরু হয়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির এ নির্বাচনে মোট ৩২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উত্তরের সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। আর দক্ষিণ সিটির সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের সাধারণ ওয়ার্ডে ১২৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উত্তর সিটির সাধারণ ওয়ার্ড ৫৪ ও সংরক্ষিত ওয়ার্ড ১৮টি, মোট ভোটকেন্দ্র ১ হাজার ২৯৫টি এবং ভোটকক্ষ ৬ হাজার ৪৮২টি। এতে মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৬৩ হাজার ৫৩০ জন এবং নারী ভোটার ১৪ লাখ ৭২ হাজার ৯১ জন।

ঢাকা উত্তর সিটির সম্প্রসারিত ১৮ ওয়ার্ডের মধ্যে ১৮টি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ৬ ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ২৪৩টি এবং ভোটকক্ষ ১ হাজার ৪৭২টি। মোট ভোটার ৫ লাখ ৯০ হাজার ৭০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৮ হাজার ২৮৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৯২ হাজার ৪২০ জন।

ঢাকা দক্ষিণ সিটির সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের মধ্যে সাধারণ ১৮টি ওয়ার্ড ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ২৩৫টি এবং ভোটকক্ষ ১ হাজার ২৫২টি। মোট ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৭৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৪৯৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ২৩৮ জন।

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।