নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৭ আগস্ট ২০২২ | প্রিন্ট | 127 বার পঠিত
বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে ৪দিনই সূচরেক উত্থান হয়েছে। ্এর ফলে বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনি দর। একই সঙ্গে বাজার মূলধন বেড়েছে পাঁচ হাজার কোটি টাকার বেশি।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৩.৬৪ পয়েন্ট বা ১.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৫.০৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২৪.২৩ পয়েন্ট বা ১.৭৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪৭.৩০ পয়েন্ট বা ২.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৯০.৬১ পয়েন্টে এবং দুই হাজার ২৬৭.৩৫ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯১টির বা ৪৯.১০ শতাংশের, কমেছে ১১৪টির বা ২৯.৩১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টির বা ২১.৫৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছয় হাজার ৯৩৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ৩১২ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দুই হাজার ৮৩৮ কোটি ৭০ লাখ ৮৪ হাজার ১৩৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে চার হাজার ৯৫ কোটি ২২ লাখ ৫৮ হাজার ১৭৪ টাকা বেশি হয়েছে।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ০৮ হাজার ১০৯ কোটি ২২ লাখ ৯৮ হাজার ৪০৩ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ১৩ হাজার ২৪০ কোটি ৩৭ লাখ ২১ হাজার ৯০৭ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন পাঁচ হাজার ১৩১ কোটি ১৪ লাখ ২৩ হাজার ৫০৪ টাকা বেড়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৬৮ কোটি ৪৩ লাখ ৯৮ হাজার ১৮১ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৮ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৫৮২ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১০৯ কোটি ৮০ লাখ ৬২ হাজার ৫৯৯ টাকা বেড়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭৩.০৪ পয়েন্ট বা ১.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৪২.৯৬ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৬৬.২১ পয়েন্ট বা ১.৫১ শতাংশ, সিএসই-৩০ সূচক ৭৫.৬১ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৭.৯২ পয়েন্ট বা ১.৩৪ শতাংশ এবং সিএসআই সূচক ২১.৮২ পয়েন্ট বা ১.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৭২.১৬ পয়েন্টে, ১৩ হাজার ৪২৭.৭২ পয়েন্টে, এক হাজার ৩৫৬.৭৯ পয়েন্টে এবং এক হাজার ১৯০.৫২ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৫টির বা ৪৭.০১ শতাংশের দর বেড়েছে, ১০৩টির বা ২৯.৩৪ শতাংশের কমেছে এবং ৮৩টির বা ২৩.৬৫ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
Posted ১:৩৩ অপরাহ্ণ | শনিবার, ২৭ আগস্ট ২০২২
bankbimaarthonity.com | saed khan