শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

 পুঁজিবাজারে আবারও কমছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   157 বার পঠিত

 পুঁজিবাজারে আবারও কমছে লেনদেন

সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সূচক বৃদ্ধির মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচক ওঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৫ পয়েন্ট।

এদিন সূচক সামান্য বাড়লে কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫০৭ কোটি ৫৭ লাখ ২ হাজার টাকা শেয়ার ও ইউনিটের। এর আগে দিন লেনদেন হয়েছিল ৫৩২ কোটি ৪১ লাখ ৬২ হাজার টাকা শেয়ার ও ইউনিটের। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে।

ফলে পরপর তিনদিন লেনদেন বাড়ার পর আজ উভয় পুঁজিবাজারে লেনদেন কমলো। গত ৯ জানুয়ারি থেকে গতকাল ১১ জানুয়ারি (বুধবার) লেনদেন বেড়েছে।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার বাজারটিতে ৩৩৪টি প্রতিষ্ঠানের ৭ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫৭২টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ১২৭টির, আর অপরিবর্তিত রয়েছে ১৬৭টি কোম্পানির শেয়ারের দাম।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বসুন্ধরা পেপার, জেএমআই হসপিটাল, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো রিফুয়েলিং,ইস্টার্ন হাউজিং, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা এবং মেঘনা লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৫৩ পয়েন্টে। এদিন বাজারটিতে লেনদেন হয়েছে ৫ কোটি ২৬ লাখ ৯৭ হাজার ৪৯ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল কোটি ১৩ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৬৪ টাকার।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৪৪টির ও ৬৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11388 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।