শনিবার ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক রিটার্নে ১৫ খাতের দর কমেছে

নিজস্ব প্রতিবেদক:   |   শুক্রবার, ১৭ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   91 বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে ১৫ খাতের দর কমেছে

বিদায়ী সপ্তাহে (১২-১৬ মার্চ’২০২৩) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৫ খাতের দর কমেছে। লংকাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।

দর বাড়াতে এই ১৫ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন।

খাতগুলো হলো- ব্যাংক, সাধারণ বিমা, জীবন বিমা, পেপার ও প্রিন্টিং, বিদ্যুৎ ও জ্বালানি, প্রকৌশল খাত, সেবা ও আবাসন, সিরামিক, ওষুধ ও রসায়ন, পাট, সিমেন্ট, বিবিধ, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ ও অবকাশ এবং চামড়া খাত।

জানা যায়, বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফায় কমেছে জেনারেল ইন্স্যুরেন্স খাতে। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা হয়েছে ৫.৬০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ সাপ্তাহিক রিটার্ণ কমেছে সেবা ও আবাসন খাতের। এ খাতে মুনাফা কমেছে ৪.১০ শতাংশ।

সাপ্তাহিক রিটার্নে তৃতীয় সর্বোচ্চ ৩.৮০ মুনাফা কমেছে পেপার ও প্রকাশনা খাতের বিনিয়োগকারীদের।

চতুর্থ সর্বোচ্চ মুনাফা কমেছে তথ্য ও পযুক্তি খাতের বিনিয়োগকারীদের। এই খাতের বিনিয়োগকারীদের মুনাফা কমেছে ৩.৬০ শতাংশ।

পঞ্চম সর্বোচ্চ মুনাফা কমেছে সাধারণ বীমা খাতের বিনিয়োগকারীদের। এই খাতের বিনিয়োগকারীদের মুনাফা কমেছে ৩.৫০ শতাংশ।

ষষ্ঠ সর্বোচ্চ ৩.৩০ শতাংশ মুনাফা কমেছে জীবনবীমা খাতের বিনিয়োগকারীদর। সপ্তম সর্বোচ্চ ১.৬০ শতাংশ মুনাফ কমেছে চামড়া খাতের বিনিয়োগকারীদের।

এছাড়া, সাপ্তাহিক রিটার্নে সিরামিক ১.৪০, বিবিধ ০.৭০, ওষুধ ও রসায়ন ০.৪০, বিদ্যুত ও জ¦ালানি ০.২০, প্রকৌশল ০.১০ শতাংশ, সিমেন্ট ০.১০ এবং ব্যাংক খাতে ১০ শতাংশ মুনাফা কমেছে।

এদিকে গত সপ্তাহে রিটার্নে দর বেড়েছে ২ খাতের। এগুলো হলো- খাদ্য ও আনুষঙ্গিক এবং টেলিকমিউনিকেশন।

বিদায়ী সপ্তাহে মুনাফা অপরিবর্তিত ৩ খাতে। এগুলো হলো আর্থিক, মিউচ্যুয়াল ফান্ড এবং বস্ত্র খাত।

জানা যায়, বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফায় রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা হয়েছে ০.৮০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে টেলিকমিউনিকেশন খাতের বিনিয়োগকারীদের। এই খাতের বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ০.৬০ শতাংশ।

এর আগের সপ্তাহে (৫-৯ মার্চ’২৩) মুনাফা সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছিল ১৯ খাতের। দর বাড়াতে এই ১৯ খাতের বিনিয়োগকারীরা মুনাফায় ছিল।

খাতগুলো হলো- ব্যাংক, বস্ত্র, সাধারণ বিমা, জীবন বিমা, পেপার ও প্রিন্টিং, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, প্রকৌশল খাত, চামড়া খাত, সেবা ও আবাসন, সিরামিক, খাদ্য ও আনুষঙ্গিক, ওষুধ ও রসায়ন, পাট, সিমেন্ট, বিবিধ, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ ও অবকাশ এবং চামড়া খাত।

জানা যায়, ওই সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফায় রয়েছে ভ্রমণ ও অবকাশ খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা হয়েছে ১৩.২৩ শতাংশ।

আলোচ্য সর্বোচ্চ মুনাফা হয়েছে ভ্রমণ ও অবকাশ খাতের বিনিয়োগকারীদের। এই খাতের বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ৮.৩৮ শতাংশ।

আগের সপ্তাহে সর্বোচ্চ মুনাফায় রয়েছে তথ্য ও প্রযুক্তি খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ৭.০৬ শতাংশ।

চতুর্থ সর্বোচ্চ মুনাফায় রয়েছে সেবা ও আবাসন খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ৫.৬৭ শতাংশ।

পঞ্চম সর্বোচ্চ মুনাফায় রয়েছে সাধারণ বীমা খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ৩.৩৭ শতাংশ।

ষষ্ঠ সর্বোচ্চ মুনাফায় রয়েছে জীবনবীমা খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ২.৮১ শতাংশ।

সপ্তম সর্বোচ্চ মুনাফায় রয়েছে পাট খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ২.৫৮ শতাংশ।

অষ্টম সর্বোচ্চ মুনাফায় রয়েছে চামড়া খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ১.৫৮ শতাংশ।

সবচেয়ে কম মুনাফা হয়েছে প্রকৌশল ফান্ডে। বিদায়ী সপ্তাহে এ খাতে মুনাফা হয়েছে ০.০৩ শতাংশ।

এরপর কম মুনাফা হয়েছে মিউচ্যুয়াল ফান্ডে। আলোচ্য সপ্তাহে এ খাতে মুনাফা হয়েছে ০.০৫ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক রিটার্নে সিরামিক খাতে ০.৪০ শতাংশ, সিমেন্ট খাতে ০.০৭ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.২৫ শতাংশ, বিদ্যুত ও জ¦ালানি খাতে ০.৪৫ শতাংশ, বিবিধ খাতে ০.৭৬ শতাংশ, আর্থিক খাতে ০.১২ শতাংশ, ওষুধ ও রসায়ন এবং বস্ত্র খাতে ০.১১ শতংশ মুনাফা হয়েছে।

 

 

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১১:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।