নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ জুন ২০২৩ | প্রিন্ট | 208 বার পঠিত
পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে সোমবার (১২ জুন) অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নেওয়াজ আহমেদ।
আরো পড়ুন: ইউনাইটেড ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সভায় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ ইয়াহিয়া ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডার।
সভা সঞ্চালনা করে কোম্পানি সচিব র্ঝনা পারুল।
বার্ষিক সাধারণ সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা নগদ লভ্যাংশ প্রদানে সন্তোষ প্রকাশ করেন। আগামীতে আরো ভালো নগদ লভ্যাংশের আশা প্রকাশ করেন। সমাপ্ত অর্থ বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৭ টাকা। যা আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.০৩ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৮১ টাকা। বছর সমাপান্তে ব্যবসায়িক এমন পরিসংখ্যানের প্রতি লক্ষ্য রেখে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণসহ যাবতীয় আলোচ্যসূচি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।
Posted ৬:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১২ জুন ২০২৩
bankbimaarthonity.com | rina sristy