নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ জুলাই ২০২৩ | প্রিন্ট | 295 বার পঠিত
পুঁজিবাজারের তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (৫ জুন) ভার্চুয়াল প্লাটফমে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারপারসন মিসেস দুলুমা আহমেদ, কোম্পানির পরিচালক জুসনা আরা কাশেম, রেহানা রহমান, মো. আকিকুর রহমান, এম মনিরুজ জামান খান, নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম ও কোম্পানির স্বতন্ত্র পরিচালক সৈয়দ সাজেদুল করিম এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. সাদেক হোসেনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাধারণ বিনিয়োগকারীরা।
সভা সঞ্চালনা করেন কোম্পানির সচিব এ.কে.এম. নাজমুল হায়দার।
সভায় ৩১ ডিসেম্বর, সমাপ্ত অর্থ বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ সদস্য ও বিনিয়োগকারীরা। সর্বশেষ হিসাববছরের সহযোগী কোম্পানির আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৪২ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৪৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২২ সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৪ টাকা ৮৭ পয়সা।
বছর সমাপান্তে ব্যবসায়িক এমন পরিসংখ্যানের প্রতি লক্ষ্য রেখে বিনিয়োগকারীদের সাড়ে ১০ শতাংশ (৬শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস) লভ্যাংশ অনুমোদনসহ পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণসহ যাবতীয় আলোচ্যসূচি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।
Posted ৪:৪৭ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | rina sristy