নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ | প্রিন্ট | 105 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৯- ১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।
সপ্তাহের শুরুতে ফু-ওয়াং ফুডের উদ্বোধনী দর ছিল ৩২ টাকা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪২ টাকা ৯০ পয়সা। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১০ টাকা ৯০ পয়সা বা ৩২.৮২ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির নেতৃত্বে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার দর বেড়েছে ২৯.৬৬ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২০.৯৪ শতাংশ, রূপালী ব্যাংকের ১৭.০১ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ১৫.২২ শতাংশ, ইয়াকিন পলিমারের ১২.৯৬ শতাংশ, জেনারেশন নেক্সটের ১২.৩৩ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ১১.৪৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১০.৭৯ শতাংশ এবং ফার কেমিক্যালের ১০ শতাংশ।
Posted ২:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | saed khan