| বুধবার, ০২ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 188 বার পঠিত
পুঁজিবাজারের তালিকাভুক্ত নন-লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানি সচিব মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আজ বুধবার সকাল ১১ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান মো. মোমিন আলী।
এ সময় কোম্পানির ভাইস চেয়ারম্যান মারুফ সাত্তার আলী, পরিচালক আলহাজ্ব মোহাম্মদ আলী, শাহজাহান কবির, প্রদীপ কুমার দাস, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. মো. সাইদুজ্জামান, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম (জাহিদ) ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যাক বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।
সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা রাখেন পরিচালকবৃন্দ ও ব্যবস্থাপনা পর্ষদ। এতে দেখা যায়, সমাপ্ত অর্থ বছরে কোম্পানির গ্রস প্রিমিয়াম দাঁড়িয়েছে ১১৫ কোটি ৯৮ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ১০৫ কোটি ৬২ লাখ টাকা। নিট প্রিমিয়াম দাঁড়িয়েছে ৯০ কোটি ৩৩ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ৮১ কোটি ১৮ লাখ টাকা। এছাড়া প্রতিষ্ঠানটির অবলিখন মুনাফা হয়েছে ১৪ কোটি ১৯ লাখ টাকা, যা আগের বছর ছিল ৯ কোটি ১২ লাখ টাকা।
এ ছাড়া কোম্পানির মোট সম্পদ বেড়েছে বহুলাংশে। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬০ কোটি ৩৯ লাখ টাকা, যা আগের বছর ছিল ১৩৯ কোটি ৩১ লাখ টাকা। এছাড়া কোম্পানি গত বছরের তুলনায় এ বছর বীমা দাবি পরিশোধের পরিমাণ কিছুটা কমেছে। আলোচ্য বছরে কোম্পানি বীমা দাবি পরিশোধ করে ২২ কোটি ৬৮ লাখ টাকা। আগের বছর এ দাবি পরিশোধের পরিমাণ ছিলো ২৪ কোটি ৫৫ লাখ টাকা।
আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) মূল্য ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) কিছুটা কমেছে। সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির এনএভি দাঁড়িয়েছে ২০ টাকা ৬৮ পয়সা, যা আগের বছর ছিল ২২ টাকা ৩৪ পয়সা। আলোচ্য বছরে ইপিএস এর পরিমাণ দাঁড়িয়েছে ২ টাকা ৫২ পয়সা, যা আগের বছর ছিল ৪ টাকা ৩০ পয়সা। বছর সমাপ্তান্তে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ, যা বার্ষিক সাধারণ সভার অন্যান্য কার্যসূচির সাথে বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
Posted ৩:৪৯ অপরাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | rina sristy