নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ১১ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 79 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (৬-১০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে খান ব্রাদার্স লিমিটেড। খান ব্রাদার্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ২৭ লাখ ৮০ হাজার ২০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১০৪ কোটি ১ লাখ ৯০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.০২ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের ১০১ কোটি ৭০ হাজার টাকার, সোনালী পেপারের ৮০ কোটি ৭০ লাখ ৭০ হাজার টাকার, সী পার্ল রিসোর্টের ৬৯ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬৫ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকার, লিগ্যাছি ফুটওয়্যারের ৫৬ কোটি ৭৬ লাখ ৩০ হাজার টাকার, এমারেল্ড ওয়েলের ৫৩ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকার, দেশবন্ধু পলিমারের ৫০ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৪৪ কোটি ৯২ লাখ ৪০ হাজার টাকার এবং জেএমআই হসপিটালের ৪২ কোটি ৬৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ২:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১১ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan