নিজস্ব প্রতিবেদক : | শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 75 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৫-১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে সী পার্ল রিসোর্ট লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৭ লাখ ৪৯ হাজার ৮৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১২০ কোটি ২ লাখ ৬০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৮০ শতাংশ।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫ লাখ ৬৫ হাজার ৭৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৬ কোটি ৫৪ লাখ টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৮৬ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে জিমিনি সী ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১ লাখ ৬৯ হাজার ৪৭৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৫ কোটি ৮৯ লাখ ১০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৮৩ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের ৯২ কোটি ২৯ লাখ ২০ হাজার টাকার, সোনালী আঁশের ৭৩ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা, দেশবন্ধু পলিমারের ৬৯ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকার, ইউনিয়ন ইন্সুরেন্সের ৬৭ কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকার, খান ব্রাদার্সের ৬২ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৫৩ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকার এবং এমারেন্ড ওয়েলের ৫১ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ১১:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | saed khan