নিজস্ব প্রতিবেদক : | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 70 বার পঠিত
আজ ২৯ অক্টোবর র ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিলসির। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রিমিয়ার সিমেন্টের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৭ টাকা ৪০ পয়সা বা ১২.৫৬ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর কমেছে ৫.৭১ শতাংশ। আর ৫.৬১ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আরামিট লিমিটেড।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- তসরিফা ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ), হাওয়েল টেক্সটাইল, আনলিমায়ার্ন ডেয়িং এবং ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
Posted ৪:২০ অপরাহ্ণ | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | saed khan