নিজস্ব প্রতিবেদক : | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 95 বার পঠিত
রেকর্ড ডেটের পর আগামী ১২ নভেম্বর ২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। কোম্পানিগুলো হলো- ডরনি পাওয়ার এবং দ্য পনেনিসুলা চটিাগং।
ডরিন পাওয়ার: কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৯ টাকা ২১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৫০ টাকা ৪৭ পয়সা।
আগামী ০৭ ডিসেম্বর ২০২৩ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
পেনিনসুলা চিটাগাং: কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৪ পয়সা। আগের দুই বছরে কোম্পানিটি ইপিএস ছিল ১৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ২৮ পয়সায়।
আগামী ১৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।
Posted ৩:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan