| বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 107 বার পঠিত
আজ ০৩ জানুয়ারি ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ব্যাংক আইসিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। এর মাধ্যমে ফান্ডটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ফান্ডটির ইউনিট দর আগের কর্মদিবসের তুলনায় ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ টাকা ২০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম অবস্থান করছে ফান্ডটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের দর ১ টাকা ৩০ পয়সা বা ৮.৯০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ টাকা ৩০ পয়সায়।
আর তৃতীয় স্থানে অবস্থান করা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ১ টাকা ৪০ পয়সা বা ৪.৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৯ টাকা ৮০ পয়সায়।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.০০ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ মিউচ্যুয়াল ফান্ডের ৩.৪৮ শতাংশ, আইএফআএএল ফার্স্ট মিউচুয়্যাল ফান্ডের ৩.৮৪ শতাংশ, আসিবি সোনালী মিউচ্যুয়াল ফান্ডের ৩.৬৫ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৩.০৮ শতাংশ, প্রিমিয়অর সিমেন্টের ৩.০৩ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২.৮৯ শতাংশ দর কমেছে।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan