| বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 114 বার পঠিত
আজ ১৪ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৯ প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- এডিএন টেলিকম, ফারচুন সুজ, বিকন ফার্মা, গ্রামীণ ফোন, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ক্যাপিটাল, ম্যারিকো, কর্ণফুলী ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ফার্মা।
আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯১ লাখ ৬৯ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৮৭.৩৩ শতাংশ।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৯ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এডিএন টেলিকমের।
এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ১৬ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ফরচুন সুজের ৫ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে ৩ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিকন ফার্মার।
ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া অন্য ৬ কোম্পানির মধ্যে- গ্রামীণ ফোনের ২ কোটি ২৮ লাখ ১ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৯ লাখ ১৫ হাজার টাকা, ইউনিয়ন ক্যাপিটালের ১ কোটি ৫৯ লাখ ১২ হাজার টাকা, ম্যারিকোর ১ কোটি ৫৩ লাখ টাকা, কর্নফুলী ইন্স্যুরেন্সের ১ কোটি ১৬ লাখ ৬৩ হাজার টাকা এবং ওরিয়ন ফার্মার ১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৪৬ কোম্পানির ৫৪ লাখ ৯৭ হাজার ৮৯টি শেয়ার ১৩৭বার হাতবদল হয়, টাকার অংকে যার বাজারমূল্য ৪১ কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা।
এদিন ব্লক মার্কেটের ২০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ৫০ লাখ ৮৯ হাজার টাকা, আফতাব অটোমোবাইলসের ৩৫ লাক ৭৪ হাজার টাকা, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৩৩ লাখ ৩৩ হাজার টাকা, অগ্নী সিস্টেমসের ২৭ লাখ ৭৪ হাজার টাকা, বেস্ট হোল্ডিংসের ২৪ লাখ ২৯ হাজার টাকা লাভেলো আইস্ক্রিমের ২৩ লাখ ১০ হাজার টাকা, নাভানা ফার্মার ২২ লাখ ৯ হাজার টাকা, মেট্রো স্পিনিংরে ২১ লাখ ৭০ হাজার টাকা এবং ইন্ট্রাকোর ২১ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৪:৫১ অপরাহ্ণ | বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan