| রবিবার, ০৩ মার্চ ২০২৪ | প্রিন্ট | 135 বার পঠিত
এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৫ মার্চ স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৩ প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠান ৩টি হলো- গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ড।
রেকর্ড ডেটের কারণে আগামী ০৬ মার্চ এই ৩ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
রিলায়েন্স ইন্সুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৬ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫ টাকা ৮৬ পয়সা।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৪ টাকা ৮৪ পয়সা। আগের বছর ছিল ৬ টাকা ৬০ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬২ টাকা ৬২ পয়সা।
আগামী ৩১ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ১১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৭ টাকা ৩০ পয়সা।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ৫ টাকা ৯৮ পয়সা। আগের বছর ছিল ৫ টাকা ৯৪ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৩ টাকা ১৮ পয়সা। আগের বছর ছিল ৬৮ টাকা ৯৬ পয়সা।
আগামী ৩১ মার্চ বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
ভানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড : ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ০.৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ সংশ্লিষ্ট ইউনিটহোল্ডাররা প্রতিটি ইউনিটের বিপরীতে ৮ পয়সা করে পাবে।
সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১৪ পয়সা।
আলোচিত বছরে কোম্পানির ইউনিট প্রতি নগদ অর্থের প্রবাহ ১৫ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ক্রয়মূল্য অনুযায়ী ১০ টাকা ৮৮ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য বাজারমূল্য অনুযায়ী ১০ টাকা ৮ পয়সা।
আলোচ্য বছরে ফান্ডটির আকার দাঁড়িয়েছে ১৫৮ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।
সমাপ্ত অর্থবছরে ফান্ডটির নীট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৮৯৬ টাকা।
Posted ১:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০২৪
bankbimaarthonity.com | saed khan