| সোমবার, ১৮ মার্চ ২০২৪ | প্রিন্ট | 69 বার পঠিত
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ১৮ মার্চ দরপতন দিয়ে সপ্তাহ শুরু হয়েছে । এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই অবস্থা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৬ শতাংশ বা ৬৯.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৯৮.২৩ পয়েন্ট।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৩.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮৬.২৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসই–৩০ সূচক ৮.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪২.৬২ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪ টির, কমেছে ৩৩০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ৮.৫৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৭ কোটি ১০ লাখ ৫১ হাজার ৩৬২ টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ৫৮৯ বার হাতবদল হয়েছে।
টাকার অংকে যার বাজারমূল্য ৪৮৬ কোটি ৬৭ লাখ ৩৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৪ মার্চ ডিএসইতে ১৬ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার ৯০০ টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৪০৭ বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৫১৪ কোটি ৬৩ লাখ ৭৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৭ কোটি ৯৬ লাখ ৪০ হাজার টাকা।
Posted ৩:০১ অপরাহ্ণ | সোমবার, ১৮ মার্চ ২০২৪
bankbimaarthonity.com | saed khan