| রবিবার, ২৪ মার্চ ২০২৪ | প্রিন্ট | 145 বার পঠিত
আজ ২৪ মার্চ দরপতন দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৮ শতাংশ বা ৪০.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯০১.১১ পয়েন্ট।
আর ডিএসই শরিয়াহ সূচক ৮.০০৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮৫.০২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫১.০৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫ টির, কমেছে ৩০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.৩৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৮ কোটি ৮২ লাখ ৮৮ হাজার ৬৬৪ টি শেয়ার ১ লাখ ৮৯ হাজার ৯৯০ বার হাতবদল হয়েছে। টাকার অংকে যার বাজারমূল্য ৫৮০ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২১ মার্চ ডিএসইতে ১৮ কোটি ৭৭ লাখ ১৩ হাজার ১৬৬ টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ২১০ বার হাতবদল হয়েছিল। টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৬১০ কোটি ৮ লাখ ৭৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৯ কোটি ৭৫ লাখ ১৮ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৮ শতাংশ বা ৬৪.৯৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ৮৭২.২৪ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭ টির, কমেছে ১৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির।
আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার ৭৫১ টাকা।
Posted ৪:০৬ অপরাহ্ণ | রবিবার, ২৪ মার্চ ২০২৪
bankbimaarthonity.com | saed khan