| শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | প্রিন্ট | 68 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৪-২৮) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৮ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৭৩ শতাংশ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৭ কোটি ৮ লাখ ৫ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪৮ টাকা ২০ পয়সা।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৪ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৯৪ শতাংশ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৬ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৯ টাকা ৭০ পয়সা।
সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- আলিফ ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৯ কোটি ৯৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.০৪ শতাংশ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪ কোটি ৯৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯৭ টাকা ১০ পয়সা।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেস্ট হোল্ডিংসের ১৮ কোটি ৩৪ লাখ টাকা, গোল্ডেন সনের ১৫ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকা, ফু-ওয়াং সিরামিকসের ১৫ কোটি ১০ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকসের ১২ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ১০ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা, ফরচুন সুজের ১০ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকা এবং এমারেল্ড অয়েলের ১০ কোটি ২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সপ্তাহে আরো অবনতি সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে বিদায়ী সপ্তাহে (২৪-২৮ মার্চ) আরো অবনতি সূচক ও লেনদেন হয়েছে। ধারাবাহিক দরপতনের কারণে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন ও মূলধন কমেছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬৩.৩৪ পয়েন্ট বা ২.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৮.৩৩ পয়েন্টে।
অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৩৮.৪৯ পয়েন্ট বা ২.৯৮ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ২৫৪.৫৪ পয়েন্টে।
ডিএসই-৩০ সূচক ৪৬.৬৩ পয়েন্ট বা ২.২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১.০৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৯৩.৮৪ পয়েন্ট বা ৬.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩০.৩৮ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ৩৫টি, কমেছে ৩৪৩টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬১ কোটি ৩০ লাখ শেয়ার ৬ লাখ ১৬ হাজার ৯৭৮বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৫ কোটি ৭৫ লাখ টাকা।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৮৫ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৯ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা বা ০.৪৭ শতাংশ।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৫৪০ কোটি ৪ লাখ ৪ হাজার টাকা।
আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজার ২২৯ কোটি ২ লাখ ৮৫ হাজার টাকায়।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১৩ হাজার ৩১১ কোটি ১ লাখ ১৯ হাজার টাকা বা ১.৯২ শতাংশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮৩.৭৪ পয়েন্ট বা ২.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৫৩.৪৪ পয়েন্টে।
সিএসইর অপর সূচক সিএসসিএক্স ২১৬.৬৭ পয়েন্ট বা ২.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৫১.৪৩ পয়েন্টে।
অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১৭.৫৭ পয়েন্ট বা ১.৪৬ শতাংশ এবং সিএসআই সূচক ২০.১১ পয়েন্ট বা ১.৮৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১৮২.২৬ পয়েন্টে এবং এক হাজার ৭৪.৫৮ পয়েন্টে।
এছাড়া সিএসই-৩০ সূচক ৬৭.১৬ পয়েন্ট বা ০.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৭০১.৮২ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১০৪টি, কমেছে ১৮৬৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৬ কোটি ১ লাখ ৯৬ হাজার ৩৫৮ টাকার।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৪ কোটি ৯০ লাখ ৪৬ হাজার ৯৩৯ টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৮ কোটি ৮৮ লাখ ৫০ হাজার ৫৮১ টাকা বা ১১.৮৬ শতাংশ কমেছে।
Posted ১২:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
bankbimaarthonity.com | saed khan