| শনিবার, ১১ মে ২০২৪ | প্রিন্ট | 55 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৫-০৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১০ কোম্পানির সর্বোচ্চ লেনদেন হয়েছে।
কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো, লাভেলো আইস্ক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, সোনালী আঁশ, বিএসআরএম লিমিটেড, আলহাজ টেক্সটাইল, বি পার্ল হোটেল, রেনেটা এবং পূবালী ব্যাংক।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানিরম মোট ২৯২ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ন্যাশনাল ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ব্যাংকটির ১২৫ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে ব্যাংকটি সর্বশেষ দর ছিল ৬ টাকা ৬০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ বেক্সিমকোর ৪২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১১৫ টাকা ৬০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ লাভেলো আইস্ক্রিমের ৩৩ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯৬ টাকা ৩০ পয়সা।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজের ৩০ কোটি ৭০ লাখ টাকা, সোনালী আঁশের ২১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, বিএসআরএম লিমিটেডের ৯ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ৯ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা, সি পার্ল হোটেলের ৭ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা, রেনেটার ৬ কোটি ৪৯ লাখ টাকা এবং পূবালী ব্যাংকের ৪ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৮:১৪ অপরাহ্ণ | শনিবার, ১১ মে ২০২৪
bankbimaarthonity.com | saed khan