| বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 48 বার পঠিত
আজ ১৫ আগস্ট সূচকের পতন দিয়ে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও কিছু সময় পরই পতন ঘটে। এরপর আবারও সূচকের উত্থান হলেও আবারও পতন হয়। দিনশেষে সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮২ শতাংশ বা ৪৮.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯০৩.৮৩ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৪.৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭৯.৩৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১ টির, কমেছে ২৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২২.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ২৭ কোটি ৪৩ লাখ ১৬ হাজার ৪২১ টি শেয়ার ১ লাখ ৯২ হাজার ৯৬০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৯৯ কোটি ১ লাখ ৩৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৪ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৪৪ শতাংশ বা ৮৪.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৫২.৭৭ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭০.৩৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৭.০৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬ টির, কমেছে ২৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৯.২১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
গত কার্যদিবসে ডিএসইতে ৪২ কোটি ১৩ লাখ ৭৪ হাজার ৩১৩ টি শেয়ার ২ লাখ ২৬ হাজার ৩৪২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ২৪৩ কোটি ৯৮ লাখ ৮৬ হাজার টাকা।
উল্লেখ, সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৪৪ কোটি ৯৭ লাখ ৪৯ হাজার টাকা।
Posted ৫:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan