নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 64 বার পঠিত
সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্লাটফর্মে সোমবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারপার্সন শেখ কবির হোসেন।
সভায় ২০২৩ সালের নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় উপস্থিত ছিলেন অডিট কমিটির চেয়ারপার্সন শহিদুল ইসলাম নিরু এবং ইনডিপেনডেন্ট পরিচালক ও এনআরসি এর চেয়ারপার্সন ড. শরীফ এনামুল কবির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত পরিচালক মো. মোতালেব হোসেন, আলহাজ্ব মো. রুহুল আমিন, আবুল কালাম আজাদ, মি. কৈলাশ চৈন্দ্র বাড়ৈ, মি. গঙ্গাচরণ মালাকার, মি. সুমিত কুমার বাড়ৈ, এ.এন.এম. রেজওয়ানুল কাইউম, মিসেস ফাহমিদা ওয়ালিউল্লাহ, বেলাল হোসেন এবং ইনডিপেনডেন্ট পরিচালক দেলোয়ার হোসেন রাজা। আরও উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামসুল হুদা, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোসাদেক কবির, সিএফও এ. বি. এম. হাসানগীর এবং কোম্পানি সচিব আব্দুর রউফ গোমস্তা।
Posted ৬:৫২ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy