নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 78 বার পঠিত
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্লাটফর্ম বৃহস্পতিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), পরিচালক হাসিনা নিজাম, রিয়াজ উদ্দিন আহমেদ, এ.এন.এম. ফজলুল করিম মুন্সী, মো. মঈন উদ্দিন, সবিতা ফেরদৌসী, শারমিন নাসির, দিলরুবা শারমিন, প্রফেসর আনসার আলী ও মোহাম্মদ আহসান ইবনে কবির সহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা এন.সি. রুদ্র সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
কোম্পানিটি ২০২৩ সালে ৩৮৩.০০ কোটি টাকা মোট প্রিমিয়াম অর্জন করেন। কোম্পানির মোট সম্পদের পরিমাণ ১৮৪২.৯৭ কোটি টাকা। ২০২৩ সালে ৪৪৬.৪১ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। ২০২৩ সালে কোম্পানির শেয়ারপ্রতি আয় ১.৫৬ টাকা।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, কোম্পানির কার্যক্রম শুরুর পর হতে ২০২৩ সাল পর্যন্ত গ্রাহকের মৃত্যুদাবি বাবদ ১১৩.৪৭ কোটি টাকা, কিস্তি বীমার সুবিধা বাবদ ১৪৪১.৭৮ কোটি টাকা, মেয়াদ পূর্তি দাবি বাবদ ১৪২২.৫৯ কোটি টাকা এবং বোনাস বাবদ ৭৭৬.৪৯ কোটি টাকা সহ সর্বমোট ৩৭৫৪.৩৩ কোটি টাকা পরিশোধ করেছে। এই পরিসখ্যানই বলে দেয় মেঘনা লাইফ দাবি পরিশোধে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৪ সালের জন্য যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং কোম্পানির ধারাবাহিক সাফল্যের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ ও অন্যান্য নিয়ন্ত্রণকারী সংস্থা এবং কোম্পানির সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী, বীমাকর্মী, পলিসিহোল্ডার ও শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় সাধারণ শেয়ারহোল্ডারগণের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
Posted ২:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | rina sristy