নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 38 বার পঠিত
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৬৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার (২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত জানানো হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি মুনাফা হয়েছে ২১ টাকা ৪৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ১৯ টাকা ৩৮ পয়সা।গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১২ টাকা ৪৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২৮ টাকা ৮ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১১ টাকা ৯৪ পয়সা।
আগামী ২৪ নভেম্বর, রোববার সকাল ৯টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ অক্টোবর, রোববার।
Posted ৮:৪০ অপরাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy