| রবিবার, ২০ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 24 বার পঠিত
আজ ২০ অক্টোবর সূচক কমলেও লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও তার স্থায়িত্ব ছিল কম। পরবর্তীতে ধীর গতিতে একটানা সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়। দিনশেষে সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৮৪ শতাংশ বা ৯৭.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬০.৭৩ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৮.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৫.৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৪.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৬.২৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭ টির, কমেছে ৩৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬.৭৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৪ কোটি ৮২ লাখ ৯ হাজার ১৯৯ টি শেয়ার ১ লাখ ২২ হাজার ২২৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬২ কোটি ৪২ লাখ ১৯ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৭ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৯ শতাংশ বা ৫৮.২৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২৫৭.৯৭ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৭৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৭৪.১৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭.৫৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৩০.৩৯ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৩ টির, কমেছে ২৯৩ টির এবং অপরিবর্তিত রয় ৪৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৩.৪১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
এদিন ডিএসইতে ১১ কোটি ৯৪ লাখ ৬২ হাজার ৬৫৯ টি শেয়ার ১ লাখ ১২ হাজার ৬৯১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩০৬ কোটি ৮৯ লাখ ০৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৫ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৮৬ শতাংশ বা ২৭৬.৪৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৪ হাজার ৫৪৫.০৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২৩০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫ টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৩৩ লাখ ৬২ হাজার ৭০৮ টাকা।
Posted ৪:১৬ অপরাহ্ণ | রবিবার, ২০ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan