| বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 18 বার পঠিত
আজ ৩১ অক্টোবর ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পরেই সূচকের কিছুটা অস্বাভাবিক উঠানামা দেখা যায়। তবে পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৬ শতাংশ বা ৩৪.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৯.৪০ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪৪.৯০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৬.০৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১২ টির, কমেছে ১৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৩.৪০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ২৩ কোটি ১৯ লাখ ৪৬ হাজার ৫২৯ টি শেয়ার ১ লাখ ৭৬ হাজার ১০৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৫৬ কোটি ৩০ লাখ ৮৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৩০ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৯৪ শতাংশ বা ১৪৭.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ১৬৪.৮৩ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২২.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৩৬.২১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫৭.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯১৫.৮৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩৭৩ টির, কমেছে ১৫ টির এবং অপরিবর্তিত রয় ৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৯৩.৯৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
এদিন ডিএসইতে ২১ কোটি ৫৫ লাখ ৮৩ হাজার ৯৬৪ টি শেয়ার ১ লাখ ৭১ হাজার ৭৪৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫১৯ কোটি ৩১ লাখ ২৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৬ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৫ শতাংশ বা ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৪ হাজার ৪৪১.৭৮ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩ টির, কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৮৪ লাখ ৯৮ হাজার ৭৬২ টাকা।
Posted ৪:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan