| শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 12 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৭-৩১ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা ফিরেছে। অর্থাৎ সপ্তাহজুড়ে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৪৬৩ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা বা ১.২৯ শতাংশ। তবে বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক বাড়লেও লেনদেন কমেছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৪.৮ পয়েন্ট বা ১.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৯.৪০ পয়েন্টে।
অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ০.৮৯ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪৪.৯০ পয়েন্টে।
ডিএসই-৩০ সূচক ৪৬.৮৭ পয়েন্ট বা ২.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২৬.০৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসএমইএক্স সূচক ২৯.০১ পয়েন্ট বা ২.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২২.৬৩ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ২৭৯টি, কমেছে ১০১টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯১ কোটি ২২ লাখ ২০ হাজার শেয়ার ৭ লাখ ৩৯ হাজার ৬৬৫বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৮৩ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৯৩ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৮৯ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা বা ২৩.০২ শতাংশ।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৬ হাজার ৮৬৮ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা।
আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৩৩২ কোটি ১২ লাখ ৬০ হাজার টাকায়।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৪৬৩ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা বা ১.২৯ শতাংশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৯.৪১ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৪২.০০ পয়েন্টে।
সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৭৩.৩৭ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৭৯.০৬ পয়েন্টে।
অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১৩.৫৫ পয়েন্ট বা ১.২৩ শতাংশ বেড়ে এবং সিএসআই সূচক ২.৮৫ পয়েন্ট বা ০.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১১৬.৪৮ পয়েন্টে এবং ৯২৩.৮১ পয়েন্টে।
এছাড়া সিএসই-৩০ সূচক ২৭৭.৬৬ পয়েন্ট বা ২.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭.০১ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১৬০টি, কমেছে ১২৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৯ কোটি ৩৯ লাখ ১০ হাজার ৮৫৬ টাকার।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৩ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ১৪১ টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৩ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার ২৮৪ টাকা বা ১১.৬৭ শতাংশ।
Posted ৬:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan