| রবিবার, ০৩ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 9 বার পঠিত
আজ ০৩ নভেম্বর সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পরেই সূচকের কিছুটা অস্বাভাবিক উঠানামা দেখা যায়। তবে পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর ১২টার পর সূচকের একটানা পতন দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ৩ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ৮.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯০.৮৫ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪৭.৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৫.৪০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৮ টির, কমেছে ১৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৪.৭২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৮ কোটি ৮৫ লাখ ১১ হাজার ৪০৫ টি শেয়ার ১ লাখ ৫৮ হাজার ৩৬০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৩১ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৬ শতাংশ বা ৩৪.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ১৯৯.৪০ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৪৪.৯০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯২৬.০৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২১২ টির, কমেছে ১৫১ টির এবং অপরিবর্তিত রয় ৩৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৩.৪০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
এদিন ডিএসইতে ২৩ কোটি ১৯ লাখ ৪৬ হাজার ৫২৯ টি শেয়ার ১ লাখ ৭৬ হাজার ১০৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৫৬ কোটি ৩০ লাখ ৮৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২ কোটি ৪৯ লাখ ৪৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৪ শতাংশ বা ২০.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৪ হাজার ৪৬২.৯০ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬ টির, কমেছে ৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৯ লাখ ২৩ হাজার ৪৫৮ টাকা।
Posted ৪:১০ অপরাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan