| মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 24 বার পঠিত
রেকর্ড ডেটের পর আগামীকাল ১৬ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- সায়হাম টেক্সটাইল, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, লিগ্যাসি ফুটওয়্যার, ইন্ট্রাকো রিফুয়েলিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, সমরিতা হাসপাতাল, বাটা সু বাংলাদেশ লিমিটেড, কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রংপুর ফাউন্ড্রি লিমিটেড, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ), ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইং লিমিটেড, সাফকো স্পিনিং এবং সমরিতা হাসপাতাল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সায়হাম টেক্সটাইল : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ৪৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৩ টাকা ৬৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৫৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৪২ টাকা ৪৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
লিগ্যাসি ফুটওয়্যার : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ২৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ২৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ইন্ট্রাকো রিফুয়েলিং : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ২৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৩৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৫১ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৩ টাকা ৪১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ১০ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬২ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৭ টাকা ৫১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪১ টাকা ৭২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সমরিতা হাসপাতাল : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৮ টাকা ২৭ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ৪৩ টাকা ৯৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বাটা সু বাংলাদেশ লিমিটেড : বহুজাতিক কোম্পানিটি ৩৪০ শতাংশ অর্ন্তর্বতী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের মুনাফা ও ৩১ ডিসেম্বর, ২০২৩ সময়ের পুঁঞ্জিভুত অবণ্টিত মুনাফা থেকে এই ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ৮১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩০ টাকা ৮৮ পয়সা।
কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। আগের অর্থবছরে কোম্পানিটির ইপিএস ছিল ৩০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ৩৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
রংপুর ফাউন্ড্রি লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৮ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৩ টাকা ৭৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৩ টাকা ৫৪ পয়সা।
আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ) : ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫১ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৫ টাকা ৪২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৯০ টাকা ৯০ পয়সা।
আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) : কোম্পানিটি চলতি ২০২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিনিয়োগকারীদের জন্য ১৫০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
চলতি ২০২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিনিয়োগকারীদের জন্য ১৫০ শতাংশ অন্তর্র্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।
চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৫ টাকা ১১ পয়সা। এছাড়া চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৭ টাকা ৫২ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৩ টাকা ৮২ পয়সায়।
সমরিতা হাসপাতাল : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৮ টাকা ২৭ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ৪৩ টাকা ৯৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইং লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩৩ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৭০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল এক হাজার ২৫৯ টাকা ৯২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সাফকো স্পিনিং : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৯৭ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ৫ টাকা ৫২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২ টাকা ৯৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
Posted ১:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan