বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯ | প্রিন্ট | 571 বার পঠিত
আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০১৭ সালের এই পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং বুলবুল সরওয়ার।
সিরাজুল ইসলাম চৌধুরী প্রবন্ধগ্রন্থ ‘অবিরাম পথ খোঁজা’ এবং বুলবুল সরওয়ার ভ্রমণকাহিনী বিষয়কগ্রন্থ ‘স্বপ্নভ্রমণ জেরুজালেম’ এর জন্য পুরস্কার পাচ্ছেন।
সোমবার আইএফআইসি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কারের মূল্যমান পাঁচ লাখ টাকা।
সাহিত্য পুরস্কারটি দিতে সাহিত্যিক ও সাহিত্য সমালোচকদের নিয়ে একটি নির্বাচক বোর্ড গঠন করেছে ব্যাংকটি। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা ভাষার সেরা দুটি বই বাছাই ও নির্বাচন করে তারা।
‘আইএফআইসি ব্যাংক সৃজনশীল সাহিত্যের সহযাত্রী’ এই স্লোগানে ২০১১ সাল থেকে আইএফআইসি ব্যাংক এ পুরস্কার দিয়ে আসছে।
বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সাহিত্য চর্চাকে উৎসাহিত করাই এই আয়োজনের লক্ষ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Posted ১:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed