নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | 163 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানির ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু । এ সময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ, মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার জাকারিয়া হোসেন, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চলনা করেন কোম্পানি সচিব শাফকাত মওলা।
সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা রাখেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, আলোচ্য বছরে কোম্পানির মোট প্রিমিয়াম আয় ৬ কোটি ৭ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৭০ কোটি ১৬ লাখ টাকা হয়েছে, যা ২০২০ সালে ছিল ৬৪ কোটি ৯ লাখ টাকা। এর মধ্যে নিট প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ৬০ কোটি ৫৭ টাকা, যা আগের বছর ছিল ৫৪ কোটি ৮২ লাখ টাকা। কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ ২০২০ সালের তুলনায় ২০২১ সালে কিছুটা বেড়েছে। ২০২১ সালে মোট সম্পত্তির পরিমাণ ১২৬ কোটি ৬৫ লাখ টাকা যা ২০২০ সালে ছিল ৯৬ কোটি ১৬ লাখ টাকা।
আলোচ্য বছরে কোম্পানির বিনিয়োগ ও অন্যান্য আয় বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে বিনিয়োগ ও অন্যান্য আয়ের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৬৫ লাখ টাকা যা ২০২০ সালে ছিল ১ কোটি ১৩ লাখ টাকা। দাবি পরিশোধের পরিমাণ কিছুটা বেড়ে ২০২১ সালে দাঁড়ায় ২৯ কোটি ৯৬ লাখ টাকা যা ২০২০ সালে ছিল ১২ কোটি ৩০ লাখ টাকা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ১৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৩৯ পয়সা। বছর সমাপান্তে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশসহ বার্ষিক সাধারণ সভায় সমাপ্ত অর্থ বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনাসহ ২০২২ সালের জন্য অডিটর, চার্টার্ড একাউন্ট্যান্ট ও কমপ্লায়েন্স অডিটর, চার্টার্ড একাউন্ট্যান্টের পুনঃনিয়োগ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন লাভ করে।
Posted ৮:০৩ অপরাহ্ণ | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
bankbimaarthonity.com | rina sristy