বিবিএ নিউজ.নেট | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | 449 বার পঠিত
ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্সের দুর্নীতি তদন্তে বাধা হয়ে দাঁড়াচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার সদস্য (আইন) দলিল উদ্দিনের ব্যক্তিগত সহকারী মোস্তফা আল মামুন। মামুনসহ আইডিআরের কিছু অসৎ কর্মকর্তার প্রশ্রয়ে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সসহ বীমাখাতে মারাত্মক জালিয়াতির ঘটনা ঘটছে।
মামুন গং এর কাছে অসহায় বীমা গ্রাহক, হয়রানির শিকার গণমাধ্যম কর্মী। কর্তৃত্বহীন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার কর্তাব্যক্তিরা। তার আচার আচরণ পোশাক পরিচ্ছদ ও অঙ্গভঙ্গিতে পেশাদারিত্বের অভাব রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
ভুক্তভোগীদের অভিযোগ, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি বছরের পর বছর গ্রাহকদের বীমাদাবি পরিশোধ করছে না। যেনতেন কারণ দেখিয়ে ভোগান্তিতে ফেলছে সাধারণ গ্রাহকদের। নিয়ন্ত্রক সংস্থায় অভিযোগ দেয়ার পরও কাজের কাজ কিছুই হয় না। এ দুর্ভোগের নেপথ্যে রয়েছে মোস্তফা আল মামুনের মতো কিছু অসৎ কর্মচারী। তাদের কারণেই ভাবমূর্তি ক্ষুণ্ন হয় আইডিআরের।
গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মামুনদের মতো অসৎ কর্মচারীদের কারণে কোম্পানিগুলোর দাবি ও অনিয়মের বিষয়ে আইডিআরএ’র কাছে যত অভিযোগ যায়, তা সদস্য ও পরিচালকদের টেবিল পর্যন্ত পৌঁছায় না। অভিযুক্ত বীমা কোম্পানি থেকে অনৈতিকভাবে আর্থিক সহায়তা নিয়ে তাদের পক্ষে এরা কাজ করেন।
জানা গেছে সম্প্রতি আইডিআরের চিঠি জালের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা দেন ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের সিইও মির নাজিমউদ্দিন। এই চিঠি জালে আইডিআরের সদস্য(আইন) দলিল উদ্দিনের ব্যক্তিগত সহকারী মোস্তফা আল মামুন জড়িত বলে সংশ্লিষ্টদের সন্দেহ। কারণ হিসেবে তারা জানান, সম্প্রতি কয়েকজন গণমাধ্যম কর্মী ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের সিইও’র জালিয়াতের বিষয়ে জানতে দলিল উদ্দিনের সঙ্গে দেখা করতে যান।
দলিল উদ্দিনের সাথে ফোনে কথা বলেই আইডিআরএর সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়। কিন্তু সেখানে উপস্থিত হলে তার ব্যক্তিগত সহকারী মোস্তাফা আল মামুন সংবাদ কর্মীদের সহযোগিতা না করে নানাভাবে বিভ্রান্ত করেন। দলিল উদ্দিনের সাথে সাক্ষাতের ব্যাপারে কথা হয়েছে কি না; কি কারণে সাক্ষাৎ করতে চান বলে মামনু সাংবাদিকদের কাছে কৈফিয়ত চান। এর পর তিনি সংবাদকর্মীদের দলিলউদ্দিনের সাথে দেখা করতে না দিয়ে আইডিআরের চেয়ারম্যান মোশারফ হোসেনে সাথে দেখা করার উপদেশ দেন।
মামুনের অসদাচরণের বিষয়ে দলিল উদ্দিনকে অবহিত করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy