নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 159 বার পঠিত
দেশের বীমা খাত উন্নয়নে প্রচার, প্রসার ও সুশাসন নিশ্চিতকরণে কর্পোরেট গভর্নেন্স চালু করার লক্ষ্যে সেমিনারের আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী সোমবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই সেমিনার। আইডিআরএ’র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন ও আইডিআরএ’র সদস্য (প্রশাসন) মো. দলিল উদ্দিন।
সেমিনারে গাইডলাইন উপস্থাপক হিসেবে রয়েছেন আইডিআরএ’র নির্বাহী পরিচালক (আইন ও নন-লাইফ) যুগ্মসচিব মোহাম্মদ খালেদ হোসেন। আলোচক হিসেবে রয়েছে ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন, অ্যাকচুয়ারি, আইডিআরএ’র নির্বাহী পরিচালক (লাইফ) যুগ্মসচিব ড. মো. আশরাফুজ্জামান, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক এস এম ইব্রাহিম হোসাইন এসিআইআই।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন আইডিআরএ’র নির্বাহী পরিচালক (প্রশাসন) যুগ্মসচিব ড. নাজনীন কাউসার চৌধুরী। সেমিনারে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন আইডিআরএ’র সহকারী পরিচালক কাজী রীমা আক্তার ও দ্বিতীয়া সুলতানা মীম এছাড়া র্যাপোটিয়ারের দায়িত্বে রয়েছে আইডিআরএ’র সহকারী পরিচালক অপু দেব নাথ ও তুষার বড়ুয়া।
Posted ৩:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | rina sristy