নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 160 বার পঠিত
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। কোম্পানিটির ২৬০তম বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
জহিরুল ইসলাম ১৯৮২ সালের ৪ জুলাই চট্টগ্রামে এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরা থেকে ব্যাচেলর অব ইফরমেশন টেনলোজি ডিগ্রি অর্জন করেন।
ইতোপূর্বে তিনি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক, অডিট কমিটি, দাবি কমিটি, রিয়েল এস্টেট কমিটি ও ইনভেস্টমেন্ট কমিটির সদস্য ছিলেন। তিনি পিএইচপি স্পিনিং মিলস লি., পিএইচপি ইস্পাত লি., পিএইচপি কটন স্পিনিং মিলস লি. এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি পিএইচপি করপোরেশন লি., পিএইচপি কোল্ড রোলিং মিলস লি., পিএইচপি লেটেক্স এন্ড রাবার প্রোডাক্টস লি., পিএইচপি ওভারসিস লি., পিএইচপি কন্টিনিউয়াস গ্যালভানাইজিং মিলস লি., পিএইচপি শীপ ব্রেকিং এন্ড রিসাইকিলিং ইন্ড্রাস্টিজ লি., পিএইচপি ফিসারিজ লি., পিএইচপি স্টক এন্ড সিকিউরিটিজ লি., পিএইচপি পেট্রো রিফাইনারি লি., পেলিকন প্রোপারটিস লি., পিএইচপি পাওয়ার জেনারেশন প্লান্ট লি., বে টারমিনাল এন্ড ডিসিট্রিবিউশন কোম্পানি লি., পিএইচপি এনওএফ কন্টিনিউয়াস গ্যালভানাইজিং মিলস লি., পিএইচপি ফ্লট গ্লাস ইন্ড্রাস্ট্রিজ লি., ইনফরমেশন সাইন্স এন্ড টেকনোলোজি সলিউশন লি., পিএইচপি পাওয়ার কোম্পানি লি., পিএইচপি এগ্রো প্রোডাক্ট লি., দিনা এন্ড কোল্ড স্টোরেজ লি., পিএইচপি ডেনিম লি. ও পিএইচপি অটোমোইলস লি. এর পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন।
একই সভায় কবির আহমেদ কোম্পানির ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৭৫ সালে ১ জুন ঢাকার ধানমন্ডিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
ইতিপূর্বে তিনি কোম্পইনর ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাছাড়াও তিনি পপুলার জুট এক্সচেঞ্জ লি., পপুলার জুট মিলস লি., পপুলার ফুড এন্ড এল্যাইড ইন্ড্রাস্ট্রিজ কো. লি., তেজগাঁও ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন কো. লি. এবং পিপলস ইক্যুইটিস লি. (মেম্বার ডিএসই) এর ব্যবস্থাপনা পরিচালক, এছাড়াও তিনি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লি., পিপলস ইক্যুইটিস লি. এবং কুমিল্লা ফুড এন্ড এল্যাইড ইন্ড্রাস্ট্রিজ লি. এর পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
Posted ৮:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
bankbimaarthonity.com | rina sristy