শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের ‘নির্বাচনী টুইট’ নিয়ে হাস্যরসের ছড়াছড়ি

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   223 বার পঠিত

ট্রাম্পের ‘নির্বাচনী টুইট’ নিয়ে হাস্যরসের ছড়াছড়ি

গত ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পপুলার ভোট তো বটেই, ইলেকটোরাল ভোটেও বড় ব্যবধানে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। কিন্তু এখনও সেকথা মানতে নারাজ রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তিনি কিছুতেই হোয়াইট হাউস ছাড়তে চাচ্ছেন না। ক্ষমতা ধরে রাখতে শেষপর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট। আর এ বিষয়ে একের পর এক টুইট করে চলেছেন তিনি।

ট্রাম্পের ভুলভাল টুইট নিয়ে হাস্যরসের ঘটনা মোটেও নতুন কিছু নয়। গত চার বছরে বহুবার ট্রল হয়েছে তাকে নিয়ে। এবারের নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুললেও এখনও এ বিষয়ে কোনও প্রমাণ দেখাতে পারেননি এ নেতা। ফলে তার এমন দাবি সংক্রান্ত টুইটগুলোতে ‘বিতর্কিত’ ট্যাগ লাগিয়ে দিচ্ছে টুইটার কর্তৃপক্ষ। এ নিয়েই গত কয়েকদিনে ট্রলের বন্যা বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মঙ্গলবারও এক টুইটে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২০ সালের নির্বাচনে একমাত্র সুরক্ষিত বিষয় হচ্ছে, এটি বিদেশি শক্তিগুলোর জন্য দুর্ভেদ্য ছিল। এর জন্য ট্রাম্প প্রশাসন কৃতিত্ব নেবে। দুর্ভাগ্যক্রমে, উগ্র বাম ডেমোক্র্যাট, আধিপত্যবাদী ও অন্যরা হয়তো আরও সফল হয়েছে।

তার এ পোস্টের নিচে টুইটার কর্তৃপক্ষ লিখে দিয়েছে, নির্বাচনে জালিয়াতি সম্পর্কে এই দাবিটি বিতর্কিত। মূলত ট্রল হচ্ছে এই কথাটি নিয়েই।

লিসা বুথ নামে এক নারী টুইট করেছেন, ‘আজ মঙ্গলবার।’ এর নিচে তিনি টুইটারের অনুকরণে লিখে দিয়েছেন, ‘এই দাবি নিয়ে বিতর্ক রয়েছে।’

ড. উকম্যান নামে এক ব্যক্তি লিখেছেন, ‘জোনাকি পোকা ভ্যাকসিন তৈরি করে দেবে।’ এর নিচে তিনিও যোগ করেছেন, ‘এই দাবি নিয়ে বিতর্ক রয়েছে।’

সাধারণ জনগণের পাশাপাশি বেশ কিছু নামীদামী ব্র্যান্ডও মেতেছে ট্রলের উৎসবে।

বার্গার কিং তাদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছে,
আমি: তুমি কি বার্গার কিং থেকে কিছু চাও?
সে: না, ধন্যবাদ। আমার খিদে নেই।

এই দুই লাইনের নিচেই ফাস্টফুড ব্র্যান্ডটি যোগ করেছে- ‘সূত্র জানিয়েছে, এই খবর মিথ্যা এবং বিভ্রান্তিকর।’

চকলেট বার স্নিকার্স-এর অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘স্নিকার্স সন্তুষ্ট করে।’ এর নিচে তারা মজা করে লিখেছে, ‘এই দাবি নিয়ে কখনও বিতর্ক ছিল না আর হবেও না।’

বাদ যায়নি স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনাও। তাদের টুইটে বলা হয়েছে, ‘লিওনেল মেসি সর্বকালের সেরা খেলোয়াড়।’ এর সঙ্গে যোগ করা হয়েছে, ‘সর্বকালের সেরা খেলোয়াড়ের দাবিটি বিতর্কিত নয়।’

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:২০ অপরাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।