নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 101 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। এ সময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদী খানম, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চলনা করেন কোম্পানি সচিব মো. নুর-উল-আলম।
সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা রাখেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, আলোচ্য বছরে কোম্পানির গ্রস প্রিমিয়াম ৮ কোটি ৫২ লাখ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪২ কোটি ৯৫ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ৩৪ কোটি ৪২ লাখ টাকা। এর মধ্যে নিট প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ কোটি ৩৩ লাখ টাকা, যা আগের বছর ছিল ১৯ কোটি ৩২ লাখ টাকা। আলোচ্য ২০২২ সালে অবলিখন মুনাফা দাঁড়িয়েছে ৭ কোটি ৭৭ লাখ টাকা, যা আগের বছর ছিল ৮ কোটি ৩৪ লাখ টাকা।
আবার মোট সম্পদ ও শেয়ারহোল্ডার ইক্যুয়িটির ক্ষেত্রেও আগের বছরের তুলনায় অনেকাংশে এগিয়ে গেছে। আলোচ্য বছরে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯ কোটি এক লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ৮৯ কোটি ৪৮ লাখ টাকা এবং শেয়ারহোল্ডার ইক্যুয়িটির পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ কোটি ৪২ লাখ টাকায়, যা আগের বছর ছিল ৪৫ কোটি ২৭ লাখ টাকা।
বিদায়ী বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.০৪ টাকা, যা আগের বছর ছিল ১.২৪ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১২.১৫ টাকা, যা ২০২২ সালে ছিল ১১.৮৭ টাকা। বছর সমাপান্তে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। বার্ষিক সাধারণ সভার অন্যান্য আলোচ্যসূচির সাথে যা বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন লাভ করে।
Posted ৭:২১ অপরাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | rina sristy