বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯ | প্রিন্ট | 481 বার পঠিত
বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ পুরোনো একটি ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির গুলশান-২ এ অবস্থিত ৩৫নং রোডের অব্যবহৃত একতলা ভবনটি ভেঙে নতুন সাততলা ভবন নির্মাণ করা হবে। সাততলা এ ভবনটি কোম্পানির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে, একইসঙ্গে ভবনের কিছু অংশ ভাড়া দেওয়া হবে বলে জানা গেছে। নতুন এই ভবন নির্মাণের ব্যয় ধরা হয়েছে সাত কোটি টাকা। তবে কোম্পানির নিয়ন্ত্রণকারী সংস্থা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথোরিটির (আইডিআরএ) অনুমোদন সাপেক্ষে পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৬০ কোটি টাকা অনুমোদিত মূলধন রয়েছে, আর পরিশোধিত মূলধন ৩৩ কোটি ২২ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ১০ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা।
Posted ১১:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed