নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 56 বার পঠিত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশের বর্তমান পরিস্থিতিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অফিস ঘিরে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।
এ পরিপ্রেক্ষিতে আইডিআরএ’র পক্ষ থেকে অফিস সুরক্ষায় নিরাপত্তা জোরদার করার জন্য ১৪ আগস্ট মতিঝিল থাকায় চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে স্বাক্ষর করেন আইডিআরএ পরিচালক সুবীর চৌধুরী (প্রশাসন)।
এর আগে গতকাল বুধবার বিকালে কিছু বহিরাগত উচ্ছৃঙ্খল ব্যক্তি কর্তৃপক্ষের কার্যালয়ে প্রবেশ করে এবং আপত্তিকর শ্লোগান ও অঙ্গভঙ্গি প্রদর্শন করে এবং বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুনরায় তারা আসবে বলে হুমকি প্রদান করে। এতে অফিসের কর্মকর্তা ও কর্মচারী এবং অফিস সম্পত্তি নিরাপত্তায় কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়েন।
Posted ৪:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | rina sristy