নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 619 বার পঠিত
‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য সামনে রেখে আগামী ১ মার্চ দেশব্যাপী পঞ্চমবারের মতো পালিত হবে জাতীয় বীমা দিবস ২০২৪।
এ উপলক্ষে ওই দিন সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সংশ্লিস্ট সুত্রে জানা গেছে।
দিবসটি পালন উপলক্ষে দেশের প্রতিটি জেলা-উপজেলায় শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
রাজধানীতেও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সুসজ্জিত করা হবে বাংলাদেশ সচিবালয়ের প্রবেশদ্বার ও এর দুইপাশের দেয়াল। মতিঝিলের শাপলা চত্বরসহ ঢাকার বিভিন্ন এলাকাজুড়ে লাগানো হবে ব্যানার ফেস্টুন প্লাকার্ড বিলবোর্ড। দিবসটি কেন্দ্র করে প্রত্যেক বীমা কোম্পানির অফিসগুলোতে ইতিমধ্যে সাজসাজ রব উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে ।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে আঞ্চলিক প্রধান হিসেবে ঢাকায় যোগদান করেছিলেন। বঙ্গবন্ধুর বীমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে আইডিআরএর অনুরোধে ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার।
Posted ৩:৩৪ অপরাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | rina sristy