নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ মে ২০২১ | প্রিন্ট | 429 বার পঠিত
বীমা শিল্পের প্রতি দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের আস্থার সংকট কাটাতে এবার আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবিধান প্রণয়ন করতে যাচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ফলে অর্থনীতির এই গুরুত্বপূর্ণ খাতের প্রতি মানুষের গ্রহণযোগ্যতা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে আজ সকাল ১১ টায় স্টেকহোল্ডারদের সাথে এক আলোচনা সভার আয়োজন করেছে আইডিআরএ। নিয়ন্ত্রক সংস্থা থেকে পাঠানো ইমেইলে এমনটা জানা গেছে।
আইডিআরএ চেয়ারম্যানের একান্ত সচিব হামেদ বিন হাসানের পাঠানো মেইলে জানা গেছে, বীমা খাতের উন্নয়ন ও শৃঙ্খলা ফেরাতে বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গুরুত্বপূর্ণ বিধি ও প্রবিধিমালা প্রণয়ন করেছে। এর মধ্যে রয়েছে- বীমাকারীর পরিচালক নির্বাচন বিধিমালা-২০২১, পরিদর্শন ও তথ্য চাহিবার ক্ষমতা প্রবিধিমালা-২০২১ এবং লাইফ বীমাকারীর উদ্বৃত্ত বণ্টন প্রবিধিমালা-২০২১। এসব বিধি ও প্রবিধিমালার বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে সভা করবে আইডিআরএ।
প্রবিধানগুলোর মধ্যে বীমাকারীর পরিচালক নির্বাচন বিধিমালা-২০২১ এ পরিচালকদের শেয়ার ধারণের সময় ছয় মাস থেকে এক বছর করা হয়েছে। এতে একজন শেয়ারহোল্ডার পরিচালককে পর্ষদ নির্বাচনে অংশগ্রহণ করতে হলে ন্যূনতম এক বছর প্রতিষ্ঠানটির শেয়ার ধারণ করতে হবে। এছাড়া লাইফ খাতে শৃঙ্খলা ফেরাতে বীমাকারীর উদ্বৃত্ত বণ্টন প্রবিধিমালা-২০২১ এ পলিসিহোল্ডার ও শেয়ারহোল্ডারদের জন্য আলাদা ফান্ড গঠন করাসহ বিভিন্ন প্রস্তাবনা সংযোজন করা হয়েছে।
আবার পরিদর্শন ও তথ্য চাহিবার ক্ষমতা প্রবিধানমালা-২০২১ এ বীমা প্রতিষ্ঠান হতে তথ্য চাওয়ার এবং পরিদর্শন কার্যক্রম জোরদার করার জন্য প্রবিধি প্রণয়ন করা হচ্ছে। বীমা প্রতিষ্ঠান যথাসময়ে তথ্য সরবরাহ না করলে অথবা পরিদর্শন কার্যক্রমে অসহযোগিতা করলে এতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিষয়টি প্রবিধানে সংযোজন করা হয়েছে বলে এতে উল্লেখ রয়েছে। আজকের সভায় স্টেকহোল্ডারদের মতামত নেওয়ার পরই বিধি ও প্রবিধানমালাসমূহ গেজেট আকারে প্রকাশের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে আইডিআরএ।
Posted ৯:১৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ মে ২০২১
bankbimaarthonity.com | rina sristy