| বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 287 বার পঠিত
বিশ্বব্যাপী সম্পদ বৈষম্য দ্রুত বাড়ছে। অক্সফার্ম ইন্টারন্যাশনালের (অক্সফার্ম) এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থাটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ২০২০ সালের পর শীর্ষ পাঁচ সম্পদশালীর সম্পদের পরিমাণ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই সময়ে তাদের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮৬ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের প্রাক্কালে অক্সফার্ম এই প্রতিবেদন প্রকাশ করে। বিশ্বব্যাপী বিত্তবানদের সম্পদের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর মাধ্যমে বিশ্বব্যাপী সম্পদ বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক বছরে বিত্তবানদের সম্পদের পরিমাণ দ্বিগুন বাড়লেও একই সময়ে অন্তত ৫০০ কোটি মানুষ আগের তুলনায় আরো গরিব হয়েছে। ২০২০ সাল থেকে গত তিন বছরে বিশ্বের ১৪৮টি শীর্ষ করপোরেট হাউজের মুনাফা হয়েছে ১ লাখ ৮০ হাজার কোটি মার্কিন ডলার। আগের তিন বছরের তুলনায় এই মুনাফা বৃদ্ধির হার ৫২শতাংশের মতো। এসব কোম্পানির সঙ্গে সংশ্লিষ্টরা উন্নত জীবন যাপনের সুযোগ পাচ্ছে। যদিও ঠিক একই সময়ে বিশ্বের অন্তত ৫০০ কোটি মানুষ আগের তুলনায় আরো গরিব হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর বিশ্বব্যাপী সৃষ্ট অস্বাভাবিক উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ খুবই অসহায় অবস্থার মধ্যে রয়েছে। তারা নিজেদের পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য এবং অন্যান্য সামগ্রি সংগ্রহ করার ক্ষেত্রে জটিলতার মধ্যে পতিত হচ্ছেন। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলেও একই সঙ্কট প্রত্যক্ষ করবো। বাংলাদেশে এক শ্রেণির মানুষ বৈধ-অবৈধ পথে সম্পদের পাহাড় গড়ে তুলছে। আর বৃহত্তর জনগোষ্ঠী ক্রমশ দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। রাস্তায় টিসিবি’র পণ্য বিক্রি করার জন্য যে সব ট্রাক এসে দাঁড়ায় তার পেছনে মানুষের দীর্ঘ সারি দেখলেই সাধারণ মানুষের অবস্থা প্রত্যক্ষ করা যায়।
Posted ১:৩৫ অপরাহ্ণ | বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | rina sristy