শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে’

  |   বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   212 বার পঠিত

‘বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে’

বর্ণাঢ্য আয়োজনে আগামী ১ মার্চ রাজধানী ঢাকাসহ সারাদেশে উদযাপিত হবে জাতীয় বীমা দিবস ২০২২। এরইমধ্যে দিবসটির জন্য প্রতিপাদ্য নির্ধারণ করেছে অর্থমন্ত্রণায়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এবারের জাতীয় বীমা দিবসের প্রতিপাদ্য- ‘বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে’।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্ধারিত প্রতিপাদ্যটি দাপ্তরিক পত্রসহ সকল আনুষঙ্গিক কার্যক্রমে ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

বুধবার (১৯ জানুয়ারি) দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের পরিচালক মো. শাহ আলম চিঠিতে স্বাক্ষর করেছেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তত্ত্বাবধানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হবে।

এর আগে ২০২০ সালের ১ মার্চ প্রথমবারের মতো জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়। সে বছর দিবসটির প্রতিপাদ্য ছিল- ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’।

এরপর ২০২১ সালের ১ মার্চ দ্বিতীয়বারের মতো জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়। সে বছর জাতীয় বীমা দিবসের প্রতিপাদ্য ছিল- ‘মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার’।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বীমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণে রাখতে বাংলাদেশ সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে।

২০২০ সালের ১ মার্চ রোববার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৬:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।