
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 154 বার পঠিত
দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর পরিচালকদের জন্য পর্ষদ সভায় সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট সব ধরনের সভার ভার্চুয়াল উপস্থিতিও নিষিদ্ধ করা হয়েছে। অনিয়ম রোধে কর্তৃপক্ষের ১৭৯ তম সভায় এসব সিদ্ধান্ত নিয়েছে বীমা খাতের সর্বোচ্চ এই অভিভাবক সংস্থা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আইডিআরএ’র মুখপাত্রের দায়িত্বে থাকা উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ১৭৯তম সভায় এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, ‘লাইফ এবং নন-লাইফ বীমাকারী কোম্পানিসমূহের পরিচালনা পর্ষদের সভা এবং পরিচালনা পর্ষদের কোনো কমিটির কোনো সভা ভার্চুয়ালি করা যাবে না। পর্ষদের কোনো সভায় কোনো ব্যক্তি ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারবে না। প্রত্যেককে সকল প্রকার সভায় অবশ্যই সশরীরে অংশগ্রহণ করতে হবে।’ যথাযথভাবে এই নির্দেশ পরিপালনের জন্য সকল বীমা প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আইডিআরএ’র পরিচালক (অ্যাকচুয়ারি ও এজেন্ট) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এক সার্কুলারে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের সভা এবং এর অধীনস্থ কোনো কমিটির সভা ভার্চুয়ালি না করা নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, পরিচালকদের অবশ্যই প্রতিটি সভায় সরাসরি উপস্থিত থাকতে হবে। ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
Posted ৭:০৪ অপরাহ্ণ | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | rina sristy