বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ | প্রিন্ট | 580 বার পঠিত
মেশকাত আহমেদ চৌধুরী সম্প্রতি জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর পূর্বে তিনি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য, উন্নয়ন (যুগ্ম সচিব) হিসেবে কর্মরত ছিলেন। মেশকাত আহমেদ চৌধুরী ১৯৮৪ সালে ঢাকার নিউ মডেল ডিগ্রী কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৮৬ সালে বিসিএস কর্মকর্তা হিসেবে যোগ দেন।
চাকরির বিভিন্ন পর্যায়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, জাতিসংঘ এবং মধ্যপ্রাচ্য শাখা, সংস্কৃতি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, জ্বালানি ও খনিজ সম্পদ অধিদপ্তর, মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশন, অর্থ মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বিএ সম্মানসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। মেশকাত আহমেদ চৌধুরী মৌলভীবাজার জেলার বড়লেখা থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬০ জন্মগ্রহণ করেন। তিনি দেশে-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন।
Posted ১২:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed