শনিবার ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিক অবহেলার ভয়ঙ্কর মাশুল

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ১,৯৭০ জন

নিউজ ডেস্ক:   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   359 বার পঠিত

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ১,৯৭০ জন

প্রথমদিকের অবহেলার মাশুল গুনতে হচ্ছে বিশ্বের এক নাম্বার সুপার পাওয়ার যুক্তরাষ্টকে। মহামারী করোনাভাইরাস সামাল দিতে ত্রাহি অবস্থা দেশটির। পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে ১ হাজার ৯৭০ জনের মৃত্যু ঘটেছে। যা একদিনের মৃত্যুর ঘটনায় সর্বোচ্চ রেকর্ড। এমনটা জানিয়েছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান পর্যবেক্ষণের আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটার।

সংস্থাটি জানিয়েছে, এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮৪১ জন। শুধু নিউইয়র্কেই মারা গেছে ৫ হাজার ৪৮৯ জন। আক্রান্তের সংখ্যায়ও সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৩৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৩৩১ জন। বিপরীতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২১ হাজার ৬৭৪ জন।

আক্রান্তের মধ্যে ৩ লাখ ৫৬ হাজার ৬৫১ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। বাকি ৯ হাজার ১৬৯ জনের অবস্থা গুরুতর। তাদের অধিকাংশই আইসিইউতে রয়েছেন।

তবে দেশটিতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সামলাতে হচ্ছে নিউইয়র্কে। সেখানে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭৩১ জন। এনিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪৮৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪৬৮ জন সহ মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৩৮৪ জন।

দেশটির শীর্ষ ফ্লু রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফসি আশঙ্কা করে বলেন, দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এক লাখ বা তারও বেশি হতে পারে। একই কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে মানবিক আবেদনে সাড়া দিয়ে চীন থেকে জরুরি মেডিকেল সরঞ্জাম পৌঁছেছে দেশটিতে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:২৫ অপরাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।