
| বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 115 বার পঠিত
ইসলামী বীমা কোম্পানিগুলোকে ইসলামী জীবনবীমার ক্ষেত্রে ৩০ শতাংশ এবং সাধারণ বীমার ক্ষেত্রে ৭.৫ শতাংশ বাধ্যতামূলকভাবে সরকারি সিকিউরিটিজ ইসলামী বন্ড বা সুকুক এ বিনিয়োগ করতে হবে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। কর্তৃপক্ষের ১৭৯তম সভা এবং সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের বরাত দিয়ে এই নির্দেশনা দেয়া হয়। পরিচালক মোহাঃ আব্দুল মজিদ স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ইসলামী বীমা কোম্পানিসমূহ ইসলামী জীবনবীমার ক্ষেত্রে ৩০ শতাংশ এবং সাধারণ বীমার ক্ষেত্রে ৭.৫ শতাংশ বাধ্যতামূলকভাবে সরকারি সিকিউরিটিজ ইসলামী বন্ড বা সুকুক এ বিনিয়োগ করবে। এমতাবস্থায়, এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য লাইফ ও নন-লাইফ ইসলামী বীমা কোম্পানিসমূহকে নির্দেশনা প্রদান করা হলো।
লাইফ ও নন লাইফ বীমা খাতের ১৬ টি ইসলামি বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বরাবর এ চিঠি পাঠানো হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, প্রটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।
Posted ৮:০৫ অপরাহ্ণ | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | rina sristy