নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 70 বার পঠিত
সোনালী লাইফের কর্মকর্তাদের দিনভর অবস্থান ধর্মঘট এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান জয়নুল বারীকে অবরুদ্ধ রাখার পর সেনাবাহিনীর মধ্যস্থতায় উভয় পক্ষ সমঝোতায় এসেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দিনগত রাত একটায় সমঝোতা হওয়ার পর অফিস ছাড়েন আইডিআরএ চেয়ারম্যানসহ সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সোনালী লাইফের কর্মকর্তা-কর্মচারীরাও আইডিআরএ কার্যালয় ত্যাগ করেন।
সমঝোতা স্মারকে আইডিআরএ’র পক্ষে স্বাক্ষর করেন সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী, সদস্য (প্রশাসন) বিশ্বজিৎ ভট্টাচার্য, সদস্য (আইন) মো. দলিল উদ্দিন এবং সদস্য (লাইফ) কামরুল হাসান।
অপরদিকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে স্বাক্ষর করেন- কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর মো. মঞ্জুর মোর্শেদ, ব্রাঞ্চ ম্যানেজার মো. রবিউল হাসান (রাসেল) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সাহিল।
সমঝোতা স্মারকে বলা হয়, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও উন্নয়ন কর্মীদের পূর্বের মতো সুযোগ-সুবিধা বহাল এবং যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আগামীকাল (বুধবার) আইডিআরএ থেকে প্রশাসককে নির্দেশনা দেওয়া হবে।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রশাসক প্রত্যাহার ও পরিচালনা পর্ষদ পুনর্বহালের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে একটি সভা করার জন্য আগামীকাল অনুরোধ করে কর্তৃপক্ষ হতে পত্র প্রেরণ করা হবে।
এদিকে, মঙ্গলবারের সমঝোতা অনুযায়ী বুধবারই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বহিষ্কৃত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল করতে কোম্পানিটির প্রশাসককে চিঠি দিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। একইসঙ্গে কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারী ও উন্নয়ন কর্মীদের পূর্বের মতো সুযোগ-সুবিধা পুনর্বহাল রাখার অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (২১ আগস্ট) কর্তৃপক্ষের সদস্য কামরুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বর্তমান প্রশাসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম ফেরদৌসকে পাঠানো হয়েছে। একইসঙ্গে চিঠির অনুলিপি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিবকেও পাঠানো হয়েছে।
অপরদিকে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রশাসক প্রত্যাহার ও পরিচালনা পর্ষদ পুনর্বহালের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে একটি সভা করার জন্য অনুরোধ করে আইআিরএ গতকাল (বুধবার) একটি চিঠি প্রস্তুত করেছে বলে জানা গেছে। তবে চেয়ারম্যান অফিসে না আসায় সেই চিঠি পাঠানো সম্ভব হয়নি। আজ (বৃহস্পতিবার) চিঠিটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হবে বলে আইডিআরএ সূত্র জানিয়েছে।
Posted ৯:৩৭ অপরাহ্ণ | বুধবার, ২১ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | rina sristy