শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x
দাবি পরিশোধ না করে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

হোমল্যান্ড লাইফের ৬০ জনকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   321 বার পঠিত

হোমল্যান্ড লাইফের ৬০ জনকে দুদকে তলব

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে গ্রাহকদের বীমা দাবি পরিশোধ না করে বিভিন্ন অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে কোম্পানির সাথে সংশ্লিষ্ট ৬০ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ জানুয়ারি) বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহীর কাছে পাঠানো পৃথক ৩টি চিঠিতে তাদেরকে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে ৭ ধাপে তাদেরকে হাজির হয়ে প্রয়োজনীয় বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে।

এই তালিকায় কোম্পানির সাবেক চেয়ারম্যান, পরিচালক, পলিসিহোল্ডার পরিচালক, বিকল্প পরিচালকসহ কোম্পানি সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার নামও রয়েছে। হাজিরার সময় উল্লেখিত ৬০ ব্যক্তির জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট কোম্পানির শেয়ার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি সাথে রাখতে বলা হয়েছে। একইসাথে হোমল্যান্ড লাইফের অর্থ/সম্পত্তি আত্মসাৎ সংক্রান্ত ব্যক্তির ভূমিকা সংশ্লিষ্ট নথিপত্রও সাথে রাখতে চিঠিতে বলা হয়েছে।

যাদেরকে দুদকে হাজির হতে বলা হয়েছে- মশিউজ্জামান খান (কাজী ফারুক আহমেদের বিকল্প পরিচালক); ফারুক আহমেদ, পরিচালক; মাজহারুল কাদের, পরিচালক; মো. কাউছার জাহান কয়ছর, পরিচালক; মোয়াজ্জেম হোসেন, সাবেক কোম্পানি সচিব; রিজিয়া সুলতানা, পরিচালক; আব্দুল কুদ্দুস (জামাল উদ্দিনের বিকল্প পরিচালক); হোসনে আরা গনি, পরিচালক; মফাচ্ছিল আলি (বিকল্প পরিচালক); জয়নাল আবেদীন (বিকল্প পরিচালক); মো. শামীম আহমেদ, (পলিসি হোল্ডার পরিচালক এবং ভাইস-চেয়ারম্যান আব্দুস শুকুরের ছেলে); আবু তাহের খান (পলিসি হোল্ডার পরিচালক); একেএম জাকির হোসেন (পলিসি হোল্ডার পরিচালক); কাজী নুরজাহান খান আহমেদ (পলিসি হোল্ডার পরিচালক এবং চেয়ারম্যান কাজী এনামের স্ত্রী); দেলোয়ার হোসেন তফাদার (পলিসি হোল্ডার পরিচালক); সাবের আলী খান (পলিসি হোল্ডার পরিচালক); মো. এনামূল হাসান (পলিসি হোল্ডার পরিচালক); আরজ আলী খান (পলিসি হোল্ডার পরিচালক); মাহিমা বেগম (পলিসি হোল্ডার পরিচালক); সামছুন নাহার (পলিসি হোল্ডার পরিচালক|)

ফয়জুল হক, সাবেক চেয়ারম্যান; নজুরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান; জামাল উদ্দীন, পরিচালক, নাফিসা সালমা, পরিচালক; মো. মহিউদ্দিন, পরিচালক; মো. আব্দুর রব, পরিচালক; আব্দুর রাজ্জাক, পরিচালক; কামাল মিয়া, পরিচালক; জামাল মিয়া, পরিচালক; আব্দুল হাই, পরিচালক; আব্দুল আহাদ, পরিচালক; মফিজউদ্দিন, পরিচালক; সরাফত উল্লাহ ঢালী, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক; কাজী রেজাউল হক, সিইভিপি; মো. আব্দুল জলিল, সিইভিপি; নকুল চন্দ্র মজুমদার, সিইভিপি; আলহাজ্ব কাজী এনাম উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান; আবদুস শুকুর, সাবেক ভাইস-চেয়ারম্যান; আবুল ফয়েজ (আব্দুর রবের বিকল্প পরিচালক); এ এইচ এম মহসিন (ফয়জুল হকের বিকল্প পরিচালক);
শাদত আলী খান (পলিসি হোল্ডার পরিচালক); মেজর (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর, পরিচালক; মো. জুলহাস, পরিচালক; সালেহ হোসেন, পরিচালক; প্রাক্তন চেয়ারম্যান কাজী এনাম উদ্দিন আহমেদের ছেলে কাজী আরাফাত; আম্বিয়া খাতুন, পরিচালক; আবুল খায়ের চৌধুরী (কামাল মিয়ার বিকল্প পরিচালক); আব্দুল খালিক (আব্দুর রাজ্জাকের বিকল্প পরিচালক); সাবের আলী খান (পলিসি হোল্ডার পরিচালক); আব্দুর মুমিন, পরিচালক; তজম্মুল আলী, পরিচালক; মোসলেহ উদ্দিন ঢালী, পল্লী পরিবারিক বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক; জাকির হোসের সরকার (সাবেক সহকারী ব্যবস্থাপনা পরিচালক); আবুল বাশার আখন্দ, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক; জহির উদ্দিন (আইন ও সম্পদ বিভাগের সাবেক কর্মকর্তা); আমিনুল হক, এফসিএ, অডিটর; মোহাম্মদ আলী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক; মো. শফিকুল ইসলাম, সাবেক মহাব্যবস্থাপক অর্থ ও হিসাব; তওয়াবুর রহিম, সাবেক সহকারী মহাব্যবস্থাপক; এবং ওয়াহেদুল ইসলাম চৌধুরী, সাবেক ব্যবস্থাপনা পরিচালক।

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৬:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।