নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ | প্রিন্ট | 316 বার পঠিত
অবশেষে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সফল হতে যাচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
অচলাবস্থা কাটাতে বুধবার পরিচালনা পর্ষদের বিবাদমান দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেন আইডিআরএ চেয়ারম্যান। বৈঠকে বিদ্যমান পরিচালকদের মধ্য থেকে সমঝোতারভিত্তিতে চেয়ারম্যান নিয়োগের প্রস্তাব নাকচ হওয়ার পর, নিরপেক্ষ কাউকে চেয়ারম্যান নিয়োগো সমঝোতায় আসেন উভয় পক্ষ।
বৈঠক সংশ্লিষ্ট একাধিক সূত্র ব্যাংক বীমা অর্থনীতিকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বিবাদমান পরিচালকরা নিজেদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগে সমঝোতায় আসতে না পারায় নিরপেক্ষ কাউকে চেয়ারম্যান নিয়োগ করে অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ গঠন করা হবে।
উভয়পক্ষের পরিচালকদের অন্তর্বর্তীকালীন ওই পর্ষদে রাখা হবে। পুরো প্রক্রিয়া তদারকির জন্য নির্বাহী পরিচালক পদের কাউকে পর্যবেক্ষক নিয়োগ দেবে আইডিআরএ। ওই পর্যবেক্ষকের অনুপস্থিতিতে পরিচালনা পর্ষদ কোনো সভা করতে পারবে না।
একটি বিশ্বস্ত সূত্র জানায়, আগামী সপ্তাহের মধ্যেই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করবে আইডিআরএ। তবে নিরপেক্ষ চেয়ারম্যান কোম্পানি এবং গ্রাহকের স্বার্থে কোনো ধরনের আপোস করবেন না বলে বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান।
সূত্র জানায়, হোমল্যান্ড লাইফের অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদের দায়িত্ব হবে আইডিআরএ’র তত্ত্বাবধায়নে কোম্পানির সম্পদ ও অন্যান্য বিষয়ে নিরপেক্ষ অডিটের ব্যবস্থা করা, দুর্নীতি অনিয়ম তদন্তে কমিটি গঠন বা বিশেষ নিরীক্ষার ব্যবস্থা করা,
অক্টোবর পর্যন্ত গ্রাহকের কী পরিমাণ বকেয়া বীমা দাবি রয়েছে এবং তা পরিশোধের সক্ষমতা কোম্পানিটির রয়েছে কি না কর্তৃপক্ষকে তা অবহিত করা, এসব দায় দেনা কীভাবে শোধ করা হবে এবং কীভাবে কোম্পানিটি আগামী দিনে ব্যবসা পরিচালনা করবে আইডিআরএ’কে সে সংক্রান্ত পরিকল্পনা প্রদান, সর্বোপরি স্বাভাবিক প্রক্রিয়ায় কোম্পানি পরিচালনা করতে নতুন পরিচালনা পর্ষদ গঠনের জন্য এজিএম’র আয়োজন করা।
এছাড়া প্রতিমাসেই কোম্পানির সার্বিক অগ্রগতি আইডিআরএ’কে অবহিত করা।
সূত্র জানায়, বুধবারের ওই সভায় সমঝোতার শর্ত হিসেবে পরিচালনা পর্ষদ ঘিরে দায়ের করা মামলা তুলে নিতেও সম্মত হয়েছেন উভয়পক্ষ।
Posted ১২:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
bankbimaarthonity.com | rina sristy